মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

কক্সবাজারে লিগ্যাল এইড সার্ভিসের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট:

এম এ সাত্তার, কক্সবাজারঃ
কক্সবাজারে লিগ্যাল এইড সার্ভিস কর্তৃক আইনগত সহায়তা প্রদান কর্মসূচির মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং সুবিধাবঞ্চিত বিচারপ্রার্থীদের সরকারি খরচে সেবাদান করা হচ্ছে। সরকারের এ কর্মসূচি বাস্তবায়নে জেলা, উপজেলা, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থা মাঠ পর্যায়ে কাজ করছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে পিএমখালী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মসূচির অগ্রগতি বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আব্দুর রহিম।

বিজ্ঞাপন

এ সময় ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি গঠন ও অন্যান্য এলাকায় এসব কমিটির বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করা হয়। তাছাড়া আইনগত সহায়তা প্রদান কর্মসূচি অগ্রগতি বৃদ্ধি করতে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণকে অবহিত ও উদ্বুদ্ধকরণ বিষয়ে আলোচনা হয়।

উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, চকিদারসহ ৫০/৬০ জনেরমত গণ্যমান্য ব্যক্তিবর্গকে ৪০০ টাকা সম্মানী ভাতা , লিগ্যাল এইডের লোগো সম্বলিত একটি গেঞ্জি, বিরানি প্যাকেজ, লিগ্যাল এইড বিষয়ক লিফলেট বিতরণর করা হয়। এর আগে মাল্টিমিডিয়া ও প্রজেক্টরের মাধ্যমে লিগ্যাল এইড ও আইন সহায়তায় ডিজিটালাইজেশন বিষয়ক প্রেজেন্টেশন প্রদান করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তারা। লিগ্যাল এইড কক্সবাজার প্রধানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র ইউনিয়ন পরিষদের সচিব, সাবেক বর্তমান পুরুষ ও মহিলা ওয়ার্ড মেম্বার, বিভিন্ন দলের রাজনৈতিক নেতাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত