কক্সবাজার প্রতিনিধি:
সরকারের কাছ থেকে অনুমতি না নিয়ে পাহাড় কাটার অভিযোগে কক্সবাজার কেন্দ্রিয় জেলখানার সামনে পালস স্কুল সংলগ্ন ব্র্যাক নার্সারীকে জরিমানা করা হয়েছে।
এছাড়া পরিবেশের ছাড়পত্রের নিয়ম লঙ্ঘন করায় আরো ৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার ২৫ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন এ জরিমানা আদায় করেন।
সুত্র মতে, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে কক্সবাজার সদরের পালস স্কুল সংলগ্ন ব্রাক নার্সারী’কে (পাহাড় কর্তনের অভিযোগ) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন বলেন, অনুমতি ব্যতিত পাহাড় কাটা ও পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে এ জরিমানা করা হয়েছে।