কক্সবাজার প্রতিনিধি,
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন এর শেষ সীমানা দক্ষিণ-পশ্চিমে বাংলা বাজার ব্রিজ থেকে (পূর্ব উত্তর) বাঁকখালী নদীর পূর্ব পাশে 300 মিটার জিও বস্তা স্থাপন পরবর্তী
ব্লক দিয়ে গ্রাম রক্ষা বেড়িবাঁধের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৮ অক্টোবর শুক্রবার সকাল ৩ টায় উদ্বোধন করেন পিএমখালীর চেয়ারম্যান মাষ্টার আবদুর রহিম।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ঠিকাদার মোহাম্মদ কেফায়েত উল্লাহ , সভাপতি পিএমখালী বালিকা উচ্চ বিদ্যালয়। মো: আলী রেজা, এস ও পানি উন্নয়ন বোর্ড কক্সবাজার, মামুনুর রশিদ হারুন, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর, প্রকল্প ঠিকাদারের প্রতিনিধি মাছুদ রানা, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাইছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগ, খালেদ বিন মিছবা, জামাল উদ্দিন, আবুল হোসাইন, ইমরানুল হক মানিক, বশির আহমেদ, জসিম উদ্দিন, আবদুচ সালাম, মোস্তাক আহমদ, ইব্রাহিম খলিল, নজরুল ইসলাম কবি, মাহমুদুল করিম, মহি উদ্দিন, রাফিস , শাকিল আহমেদ, মামুনর রশিদ, শাহিন, তারেক, সোহেল , দফাদার আজিজুর রহিমান, আলমগীর সহ প্রমুখ।
উদ্বোধন শেষে পিএমখালীর চেয়ারম্যান আলহাজ্ব মাষ্টার আবদুর রহিম আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করে বলেন এই ছমুদা ব্রিজের পার্শ্ববর্তী এলাকার একাংশ মানুষেরা দীর্ঘদিন ধরে তাদের বাড়ি ভিটে নদীর ভাঙ্গন থেকে রক্ষার জন্য এই বাঁকখালি নদীর উপর ব্লক দিয়ে বেড়িবাঁধ করে দেওয়ার জন্য গণদাবি করছিল।এতদিন তারা একটি বেরিবাধ স্বপ্ন দেখে আসছিল, তা আর স্বপ্নে নয় আজকে এই কাজের শুভ উদ্বোধন এর মাধ্যমে বাস্তবে পরিণত হল। এই প্রকল্পের কাজ ( ব্লক স্থাপন) শেষ হলে মানুষের বসতবিটা রক্ষা ও বাঁকখালী নদী ভাঙ্গন রোধ এবং এক সময়ের এই অস্বস্তিকর স্থানে প্রতিদিন শত শত মানুষ এসে স্বস্তির নিঃস্বাস ফেলবে। যার কারণে এ এলাকার জমি ও মানুষের মর্যাদা বহুগুণে গুণান্বিত হবে। আশা
করি স্থানটি একসময় মিনি বিচ রূপ ধারণ করবে।
তিনি এই উন্নয়ন প্রকল্পের সাথে সংশ্লিষ্ট উর্দ্ধতন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সবাইকে ধন্যবাদ জানান।
এ ব্যাপারে অত্র ইউনিয়নকে ঢেলে সাজিয়ে প্রথম সারির ইউনিয়নের পরিণত করার দায়িত্বভার গ্রহণের আগ্রহী তরুণ সমাজকর্মী ঠিকাদার মোঃ কেফায়ত উল্লাহ বলেন, এই পিএমখালী ইউনিয়নে উন্নয়নের সাথে এই বাঁকখালী নদীতে ব্লক স্থাপন প্রকল্পটি আজ থেকে যোগ হয়েছে।তার মানে হলো এই ইউনিয়ন মডেল ইউনিয়নের রূপ নিতে আরো একধাপ এগিয়ে গেল। আর কয়েকটি রাস্তা বাকি রয়েছে। সামনের সময়ের ভিতরে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি রাস্তা উন্নয়নের চেষ্টা করে যাচ্ছ। আমরা প্রত্যেকটি অতি গুরুত্বপূর্ণ রাস্তার বাজেট বরাদ্দের প্রস্তাব তৈরি্ ফাইল সরকারি বিভিন্ন অফিসের নীতিনির্ধারকদের দ্বারা রেডি করে হেড অফিসে পাঠিয়ে দিয়ে পেন্ডিংয়ে রেখেছি এবং এসব অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছি। চেরাংঘর বাজার থেকে ছনখোলার সংযোগ সড়ক খুরুশকুলের প্রধান সড়ক পর্যন্ত রাস্তাটি কার্পেটিংয়ের কাজের ফাইল বাজেটের অপেক্ষায় রয়েছে। আর জুমছড়ি, ধাওখালী, চৌধুরী পাড়া টু মুহসিনিয়া পাড়া, কাঠালিয়া মোরার রাস্তা গুলির কাজ দ্রুত বাস্তবায়ন হওয়ার পথে রয়েছে। আমরা সামনে 2/1 বছরের ভিতরে এই ইউনিয়নের অন্য রূপ দেখব ইনশাল্লাহ।