রবিবার, আগস্ট ১৭, ২০২৫

কক্সবাজারে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস পালিত

আপডেট:

এম.এ.সাত্তার:
২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস ২০১৯ এর প্রতিপাদ্য ‘ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে’। জনসচেতনতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে টেকসই পর্যটন উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য পর্যটন নগরী কক্সবাজারের জেলা প্রশাসন ও বিচম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে, টুয়াক ( ট্যুরঅপারেটর এসোসিয়েশন কক্সবাজার) এর সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা প্রতি বছরেরমত এবারো কক্সবাজারে ওবিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্য আজ ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯ টায় শহরের সুগন্ধা পয়েন্ট থেকে বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে লাবণী পয়েন্ট পর্যন্ত এসে র‍্যালী সমাপ্ত হয় এবং ১০ টায় লাবণী পয়েন্টের মুক্তমঞ্চে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, এডিসি (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলসহ অন্যান্য শীর্ষ নেতৃস্থানিয় ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত