শনিবার, আগস্ট ১৬, ২০২৫

কক্সবাজারে দুই বছর ধরে বন্ধ জন্ম নিবন্ধন কার্যক্রম বিপাকে স্থানীয়রা…

আপডেট:

কক্সবাজারে দুই বছর ধরে বন্ধ জন্ম নিবন্ধন কার্যক্রম বিপাকে স্থানীয়রা

টেকনাফ প্রতিনিধি :

বিজ্ঞাপন

দুই বছর ধরে কক্সবাজারে বন্ধ আছে অনলাইনে জন্ম নিবন্ধন কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েছে কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা। এতদিন কোন মতে চালিয়ে দিলেও এখন ভোটার তালিকা হালনাগাদ করতে অনলাইনে বাধ্যতামূলক জন্ম নিবন্ধন কপি সংযোজন করতে হচ্ছে কিন্তু সেটা না পাওয়ায় চরম বিপাকে পড়ছে নতুন ভোটার হতে আগ্রহীরা।

রোহিঙ্গাদের কারনে কক্সবাজারের স্থানীয় মানুষের সমস্যার শেষ নেই তার উপর দীর্ঘ দুই বছর ধরে জাতীয় সার্ভার বন্ধ থাকার কথা বলে অনলাইনে জন্ম নিবন্ধন বন্ধ থাকায় চরম ক্ষোভ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছে সচেতন মহল। তাই দ্রুত জন্ম নিবন্ধন কার্যক্রম স্বাভাবিক করার দাবী জানান স্থানীয়রা।

বিজ্ঞাপন

২০১৭ সালের ২৫ আগষ্টের পর থেকে মিয়ানমার সেনাবাহিনি কর্তৃক নির্যাতনের স্বীকার হয়ে বাংলাদেশে রোহিঙ্গারা আশ্রয় নিলে তাদের বায়োমেট্রিক নিবন্ধন করার জন্য বন্ধ করে দেওয়া হয় কক্সবাজার সহ কয়েকটি জেলা অনলাইনে জন্ম নিবন্ধন কার্যক্রম। এর মধ্যে কেটে গেছে প্রায় দুই বছর কিন্তু এখনো সচল হয়নি অনলাইনে জন্ম নিবন্ধন কার্যক্রম। এই দুই বছরের মধ্যে প্রায় ১১ লাখ ৪০ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম শেষ হলেও কক্সবাজারের মানুষের ভোগান্তি এখনো শেষ হয়নি।

প্রথম ধাপে না হলেও দ্বিতীয় ধাপে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন । উখিয়া-টেকনাফে ভোটার হালনাগাদ তথ্য সংগ্রহ শুরুর তারিখ (২০/০৯/২০১৯ ইং থেকে ১০/১০/২০১৯ইং)= ২০ দিন এবং নিবন্ধন কার্য পরিচালনার তারিখ (৩১/১০/২০১৯ইং থেকে ১৫/১১/২০১৯ ইং= ১৬ দিন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত