নিজস্ব প্রতিবেদক,
কক্সবাজার সরকারি কলেজ গেটের সামনে দিন দুপুরে প্রকাশ্য এক ব্যবসায়ীর কাছ থেকে এক দল ছিনতাইকারি ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। দিবা লোকে এ ধরনের ঘটনায় স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা এসময় সবাই আতঙ্কিত হয়ে পড়েন।
সুত্রে, জানা যায়, কক্সবাজার বাস টার্মিনালস্থ বিসমিল্লাহ মোটর্সের (টমটম গাড়ির শো রুম) মালিক হয়রত আলী ও ম্যানেজার সরওয়ার লিংক রোড ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশে টমটম করে টার্মিনাল থেকে বিকাল ৩ টার দিকে কক্সবাজার সরকারি কলেজ গেটের সামনে পৌঁছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা গতিরোধ করে তাদেরকে মারধর করে ১১ লাখ টাকার ভর্তি প্যাকেট দ্রুত ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল করে পালিয়ে যায়।
উক্ত প্রতিষ্ঠানের মালিক হয়রত আলী ও ম্যানেজার মো.সরওয়ার আলম বলেন তারা ছিনতাইকারীদের চিহ্নিত করতে পারেননি। টাকার ভর্তি থলে নিয়ে ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে বাস টার্মিনালের দিকে চলে গেছে। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান বলেন, এ ব্যাপারে কোনো খবর সে পাননি। তবে ফেসবুক স্ট্যাটাস দেখে ঘটনার ব্যাপারে অবগত হয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে পুলিশ।