চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
কক্সবাজারের মহেশখালীতে জলদস্যু ও অস্ত্র কারিগররা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। শনিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে অস্ত্র তুলে দিয়ে দস্যুতার পথ ছাড়ার শপথ করেন ১২ বাহিনীর ৯৬ জলদস্যু ও অস্ত্র কারিগর।
দুপুরে মহেশখালীর কালার মারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তারা দেড় শতাধিক আগ্নেয়াস্ত্র ও দুই হাজারেরও বেশি গুলি জমা দেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, স্বাভাবিক জীবনে ফিরে তারা যেন সৎ উপায়ে জীবিকা নির্বাহ করতে পারেন সেজন্য সহযোগিতা করা হবে।
দস্যুতার সঙ্গে জড়িতরা যতোই শক্তিশালীই হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও চট্টগ্রাম বিভাগের ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
©ইন্ডিপেন্ডেন্ট নিউজ