আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার দিনটির স্মরণে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ওয়্যারলেস এলাকা থেকে তাজিয়া মিছিল শিয়া সম্প্রদায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিযে ঘোড়া, নিশানসহ বিভিন্ন উপকরণ নিয়ে মিছিলটি নগরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।