নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম নগরীর ও.আর নিজাম রোডের বাসিন্দা নাজমুল হাসানের বাসা থেকে দুই জোড়া স্বর্নের কানের দোল,একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের গলার হারসহ সর্বমোট দুই ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়।
জানা যায়, চুরির পরপরই এ বিষয়ে নগরীর পাঁচলাইশ থানায় নাজমুল হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার দায়েরের পর ঘটনা তদন্তে কাজ করেন পাঁচলাইশ থানার একাধিক টিম। পাঁচলাইশ থানার চৌকস এস আই সোহেল রানার নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় কর্ণফুলী ও আনোয়ারা থানার বিভিন্ন জায়গায় টানা ছয় ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে মূল আসামী মাবিয়া খাতুন ( ৩৬) কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে আটককৃত আসামীর তথ্যের ভিত্তিতে আনোয়ারা থানার চৌমুহনী এলাকা থেকে চুরি হওয়া ০২ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাঁচলাইশ মডেল থানার এসআই সোহেল রানা, এসআই ইমাম হোসেন, এসআই দীপক দেওয়ান, এসআই লুৎফর রহমান, ও নারী কনস্টেবল রনিতা বড়ুয়ার সমন্বয়ে একটি চৌকস টিম।
এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ নাজিম উদ্দিন মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার এ স্বর্ণলঙ্কারগুলো উদ্ধার করি।এ সময় চুরি হওয়া স্বর্ণের সাথে জড়িত এক জনকে গ্রেফতার করা হয়।