ইমতিয়াজ চৌধুরী, স্পোর্টস ডেস্কঃ
বঙ্গবন্ধু বিপিএল এর ব্যাট বলের মহারণ শুরু হয়েছে বেশ কদিন আগেই। ইতোমধ্যেই ঢাকার প্রথম পর্ব হয়ে বিপিএল ঘুরে গেল বন্দরনগরী চট্টগ্রামও। চলছে ঢাকার দ্বিতীয় পর্বের খেলা। এর মাঝে দল পেলেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার জিয়াউর রহমান।
নিলামে দল না পাওয়া অনেক ক্রিকেটারই পরে খুঁজে পেলেন দল। অবিক্রিতদের মধ্যে একজন ছিলেন জিয়াউর রহমান। বিপিএল এর মাঝপথে এসেই এবারের আসরে খেলার দ্বার খুলে এই ক্রিকেটারের। ঠায় উঠতে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জিয়াউরকে দলে ভেড়ানোর বিষয়টি নিজেদের অফিসিয়াল ফেইসবুক পেইজে নিশ্চিত করেছে চট্টগ্রাম।
বিপিএলে এখন পর্যন্ত দারুণ খেলে যাচ্ছে টেবিল টপার চট্টগ্রাম। দেশী-বিদেশী সব তারকা ক্রিকেটারদের নৈপুণ্যে প্লে-অফে এক পা দিয়ে রেখেছে বন্দরনগরীর দলটি। এর মাঝে হার্ডহিটিং অলরাউন্ডার জিয়াউরকে দলে নিয়ে শক্তিটা আরো বাড়িয়ে নিল চ্যালেঞ্জার্সরা।