সোমবার, আগস্ট ১৮, ২০২৫

এবার পটিয়ায় শিশু বলৎকারের শিকার।

আপডেট:

পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া আট বছর বয়সী এক শিশুকে বলাৎকার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর পিতা গতকাল সোমবার পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রবিবার বিকেল ৩ টায় উপজেলার হাঈদগাও ইউনিয়নের মরাখাল এলাকায় শিশুর মা পার্শ্ববর্তী মামার বাড়িতে পাঠান। সেখান থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম শিশুটিকে খালি একটি ভিটায় বলাৎকার করে। বলাৎকারের ঘটনা কাউকে না জনানোর জন্য অভিযুক্ত মঞ্জু শিশুটিকে ২০ টাকা দেয়। শিশুটি স্থানীয় একটি দোকান থকে একটি আইসক্রীম নিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে যায়। শিশুটিকে কাঁদতে থেকে তার মা জানতে চাইলে শিশুটি তার মাকে সব ঘটনা বলে খুলে বলে।

বিজ্ঞাপন

শিশুটির পিতাসহ পরিবারের অন্যান্য লোকজন প্রতিবেশী মঞ্জুর বাড়িতে যান। তখন অভিযুক্ত কিশোর মঞ্জু সেখান থেকে পালিয়ে যায়। শিশুটিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন মজুমদার বলেন, ‘গতকাল সকালে শিশুটির বাবা বাদী হয়ে একজনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলা করার পর পুলিশ অভিযুক্ত অাসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত