পটিয়া প্রতিনিধিঃ
মেডিক্যাল শিক্ষার্থী ও চিকিৎসক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “ইয়াং সোশ্যাল এক্টিভিজম বোর্ড – ওয়াই স্যাব” এর একাডেমিক প্রজেক্ট “হেলথ স্কুল” এর আয়োজনে গত শুক্রবার (২৫ অক্টোবর) এপিক হেলথ কেয়ার কনফারেন্স হলে “হ্যান্ডস অন সিপিআর” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের বিভিন্ন মেডিক্যালের প্রায় ২৬ জন তরুণ চিকিৎসক এ কর্মশালায় অংশগ্রহণ করেন। এতে প্রধান প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল এনেস্থেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাদিম হায়দার।
কর্মশালায় বক্তারা বলেন, কারো হার্ট অ্যাটাক হয়ে হৃদস্পন্দন ও শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গেলে কার্ডিও-পালমোনারি রিসাসিটেশন-সিপিআর পদ্ধতিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে জীবন বাঁচাতে পারে যে কেউ। এতে প্রয়োজন কিভাবে কার্ডিও-পালমোনারি রিসাসসিটেশন বা সিপিআর দিতে হয় তা শিখে নেয়া। সবার উচিত সিপিআর সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা। চট্টগ্রামে “ওয়াই স্যাব” তরুণ ডাক্তারদের নিয়ে নিয়মিত বিভিন্ন দক্ষতামূলক কর্মশালা আয়োজন করে যাচ্ছে এটা সত্যিই প্রশংসার দাবিদার।
বক্তারা এমন সব আয়োজনের জন্য ওয়াই স্যাব’র ফাউন্ডার প্রেসিডেন্ট ডা. হামিদ হোছাইন আজাদ এবং তাঁর টিম মেম্বারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরও নতুন নতুন বিষয় নিয়ে কর্মশালা আয়োজনের মাধ্যমে “ওয়াই স্যাব” তরুণ চিকিৎসক ও মেডিক্যাল শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
কর্মশালার সমাপনী পর্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজ ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ওয়াই স্যাব’র উপদেষ্টা ডা. মনিরা খাতুন, এপিক হেলথ কেয়ার এর ডাইরেক্টর অপারেশন্স ডা. মো. এনামুল হক (নাদিম), এপিক হেলথ কেয়ার এর এজিএম ডা. সাইফুদ্দীন মো. খালেদ, মোডাস ইন্টারন্যাশনাল’র রিজিওনাল অফিসার মো. সেলিম জাহাঙ্গীর প্রমুখ।