সোমবার, আগস্ট ১৮, ২০২৫

একজন ভুক্তভোগীর আর্তনাদ।

আপডেট:

একজন ভুক্তভোগীর আর্তনাদ।

আল আমিন চট্টগ্রামঃ
চট্টগ্রাম মেডিকেলে চলছে দুর্নীতি আর জুলুম।
২য় তলা ৯ নং শিশু ওয়ার্ডে বাবা-মাকে পর্যন্ত
বাচ্চার কাছে যেতে ৫০ টাকা লাগে,,ঔষধ নিয়ে ঢুকতে টাকা,রোগীর দেখাশুনা করতে টাকা,লিপ্টে টাকা,সিড়িতে টাকা,আপন কেউ দেখতে আসলে টাকা,অভিভাবকদের একবার বের হলে প্রবেশে আবারো টাকা।

নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের কে দিনে ৬ থেকে ৪ বার নেবুলেজার দেওয়া হয় – প্রতিবারই ৩০ থেকে ৫০ টাকা আয়া কে দিতেই হবে – দিতে দেরি হলে দুর্ব্যাবহার। এমনকি বাচ্চাদের – অক্সিজেন – স্যালাইন ও ইনজেকশন এর ক্যানল ফিটিংস এ ২শ টাকা অবশ্যই দিতে হবে। প্রত্যেক রোগী থেকে সকালে একজন এসে ১০ টাকা আবার সন্ধ্যায় আর একজন এসে ১০ টাকা নিয়ে যায়।

বিজ্ঞাপন

টাকা দিতে দিতে ঔষধ কেনার টাকা ও শেষ হয়ে যায়।বাচ্চা থাকবে ওয়ার্ডে,আপনি থাকবেন বাইরে,বলে ডাক্তারের নিষেধ আছে কিন্তুু টাকা দিলে সব ঠিক আছে।নার্স – ওয়ার্ড বয় -আয়া ও আনসারদের এত সব অত্যাচার সকল অভিভাবক রা তাদের কোমল মতি শিশুদের কথা চিন্তা করে সব সহ্য করে যায়।

রোগীরা অপারগ হয়ে সেখানে যায়,মেডিকেলে থাকা আনসার থেকে শুরু করে প্রতিটি পয়েন্টে শুধুই টাকা আর টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত