শনিবার, আগস্ট ১৬, ২০২৫

উল্লাসে মেতে উঠতেই জীবন শেষ

আপডেট:

পটিয়া প্রতিনিধিঃ
চট্রগ্রামের পটিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলায় উল্লাস করতে গিয়ে এক টিম ম্যানেজারের প্রাণ হারিয়েছেন এমন খবর পাওয়া গেছে।

নিহত এসএম এরশাদ (৩০) কচুয়াই ইউনিয়নের এস,এম মুছা মাস্টারের ছেলে। সে কচুয়াই ইউনিয়ন যুবলীগের সভাপতি। অাজ বুধবার সকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে খেলা চলাকালে এক পর্যায়ে উল্লাস করতে করতে করতে এরশাদ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পটিয়া হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক অবস্থা খারাপ দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে এগারটার দিকে সে মারা যায়।

বিজ্ঞাপন

জানা যায়, বুধবার সকালে কচুয়াই ইউনিয়ন ফুটবল টিম বনাম দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন ফুটবল টিমের খেলা চলছিল । এরশাদ কচুয়াই ইউনিয়ন ফুটবল টিমের ম্যানেজার ।

অারো জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলা বুধবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সকালে শুরু হয়। খেলা নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় শেষ পর্যন্ত ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৪-৩ গোলে কচুয়াই ফুটবল টিম বিজয়ী হয়। এসময় টিম ম্যানেজার এরশাদসহ সমর্থকরা উল্লাস করতে থাকে। এক পর্যায়ে এরশাদ মাঠে অসুস্থ হয়ে খেলার মাঠে পড়ে যায়। উপস্থিত তার সমর্থকরা দ্রুত পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরনের নির্দেশ দেন। হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম ইনজামুল হক জসিম জানান, তাদের টিম ম্যানেজার এরশাদ খেলার মাঠে উল্লাস করতে করতে বুকের ব্যাথা শুরু হয় এবং মারা যায়।

পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জানান, নির্ধারিত সময়ে কোন ফুটবল টিম গোল করতে না পারলেও ট্রাইবেকারে ৪-৩ গোলে কচুয়াই ফুটবল টিম বিজয়ী হয়। তাদের টিম ম্যানেজার স্ট্রোক করে মারা গেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত