আব্দুল ওয়াহাব, লোহাগাড়া প্রতিনিধি:
নবগঠিত লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের কৃর্তী সন্তান মো:বোরহান সোবহান।
গত বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির তালিকাটি প্রকাশ করা হয়।
মো:বোরহান সোবহান কে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তাকে অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ,যুবলীগ,আওয়ামীলীগসহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা।
দ্বায়িত্ব পাওয়ার বিষয়ে মো:বোরহান সোবহান বলেন, ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর আর্দশে বুকে ধারণ করে ছাত্রলীগ করে আসছি। আমাকে উপজেলা কমিঠিতে মূল্যায়ন করায় কেন্দ্রীয় ছাত্রলীগ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি এস.এম বোরহান ও সাধারণ সম্পাদক আবু তাহেরর প্রতি কৃতজ্ঞতা জানাই।
উল্লেখ্য, মো:বোরহান সোবহান, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়ার সাবেক সৌদিয়া পরিবহনের জি এম মরহুম মোঃ ইউসুফ সাহেবের মেঝ পুত্র। সে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের নিয়মিত ছাত্র।