শনিবার, আগস্ট ১৬, ২০২৫

উখিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

আপডেট:

কায়সার হামিদ মানিক, উখিয়া:
উখিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক হয়েছে।

৬ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে উখিয়া থানা পুলিশের একটি অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের নবী হোসেনের ছেলে আসাদ উল্লাহ (২৩) ও মধুরছড়া ৩ নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত ফকির আহমদের ছেলে সাইফুল ইসলাম (২২)তাদের কাছ থেকে ৩ শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত