সোমবার, আগস্ট ১৮, ২০২৫

উখিয়ায় ধানখেত থেকে অজ্ঞাত রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার

আপডেট:

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার সংলগ্ন এলাকার একটি ধানখেত থেকে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুরে এই রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত ওই রোহিঙ্গা নারীর পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সকালের দিকে গ্রামের লোকজন একটি ধানখেতে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। তাঁরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা নারীর পরিচয় সনাক্ত করা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত