উখিয়ায় ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব ।
প্রতিনিধিঃ মোহাম্মদ আব্দুল্লাহ,টেকনাফ।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং থেকে র্যাবের অভিযানে দশ হাজার পিস ইয়াবা সহ তিন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব । উদ্ধারকৃত ইয়াবার মূল্য অর্ধ কোটি টাকা বলে জানিয়েছেন। আটককৃতরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের নুর আহমদের ছেলে মোহাম্মদ আনস, মৃত ইউনুসের ছেলে মোহাম্মদ নুর, ও কবির আহমদের ছেলে মোহাম্মদ বদি আলম।
সোমবার দুপুর দেড়টার দিকে এ অভিযান চালানো হয়। কুতুপালন কমিউনিটি ক্লিনিক এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মাদক কারবারীরা। র্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াবা সহ তিন রোহিঙ্গা কে আটক করেন।ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা সকলকেই মিয়ানমার নাগরিক ।
তাদের দেহ তল্লাশি করে এই ইয়াবা গুলো উদ্ধার করা হয়। সোমবার রাত আটটার দিকে উখিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু পূর্বক আসামীদের সোপর্দ করা হয় । র্যাবের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।