জাবেত ভূঁইয়া, মিরসরাই:
মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের অন্যতম সামাজিক সংগঠন “উকিল বাড়ি আলোকিত তারুণ্য সংঘ”। শুক্রবার (৭ই ফেব্রুয়ারি) বিকাল ৩ টা থেকে সংগঠনটির সভাপতি এ.এইচ মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ হাসনাতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ নূর সালাম, আলিম উদ্দিন বাহার, আমিনুল ইসলাম ও সেলিম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনটির নেওয়া বিভিন্ন উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন এবং ভবিষ্যত সাফল্য কামনা করেন ।এই সময় বিভিন্ন এলাকার গরিব ও মেধাবী ২০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি এ.এইচ মুন্না সংগঠনটির নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এসময় তিনি বাল্য বিবাহ,নারী ও শিশু নির্যাতন সহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে হুশিঁয়ারি উচ্চরণ করে এব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সংগঠনের পক্ষে প্রয়োজনীয় যে কোন ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সর্বোচ্চ পরিষদ,কার্যকরী পরিষদ,সাধারণ সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।