বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

ঈদ আনন্দে মাতোয়ারা ভ্রমণপিপাসুরা।

আপডেট:

ঈদ আনন্দে মাতোয়ারা ভ্রমণপিপাসুরা

ঈদের ছুটি প্রায় শেষ। এরপরও দেশের বিভিন্ন স্থানে বিনোদনকেন্দ্রগুলোতে রয়েছে পর্যটকদের ভিড়। পরিবার ও আত্মীয়-স্বজনদের নিয়ে ঈদ আনন্দে মেতে উঠেছেন ভ্রমণপিপাসুরা।

বিজ্ঞাপন

বগুড়া শহর থেকে ১২ কিলোমিটার দূরে আড়াই হাজার বছরেরও পুরোনো জনপদ পুন্ড্রনগরী। যা মহাস্থান নামে পরিচিত। ইতিহাস সমৃদ্ধ এই স্থানটিতে ঈদ আনন্দে মেতেছেন দশর্নাথীরা।

ইতিহাস সমৃদ্ধ এই স্থানটিকে আরো আকর্ষনীয় করে গড়ে তোলা দরকার বলে মনে করেন দর্শনার্থী।
আঁকা-বাঁকা পাহাড়ি পথ। আর স্বচ্ছ হৃদ। বিমোহিত করা এমন দৃশ্য দেখতে ঈদের ছুটিতে রাঙ্গামাটিতে এবারো আনাগোনা হাজারো পর্যটকের। ঝুলন্ত সেতু, পলওয়ে পার্ক, আরণ্যক, সুবলং ঝর্ণা, সাজেকসহ সর্বত্রই এখন পর্যটকে মুখর।

বিজ্ঞাপন

নগরজীবনের ক্লান্তি দূর করতে পাহাড়ি এই জনপদে নির্মল শান্তির সন্ধানে আসা বলে জানান বিনোদনপ্রেমীরা।

এদিকে, পর্যটকদের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ।
বৃষ্টির মধ্যেও পর্যটন নগরী রাঙ্গামাটিতে কোরবানি ঈদের ছুটিতে অর্ধ লক্ষাধিক পর্যটকের সমাগম হয় বলে জানিয়েছে পর্যটন কর্পোরেশন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত