বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

ঈদে রোহিঙ্গা পরিবারকে কোরবানির মাংস দেওয়া হবে।

আপডেট:

ঈদে ২ লাখ ১২ হাজার রোহিঙ্গা পরিবারকে কোরবানির মাংস দেওয়া হবে।

টেকনাফ প্রতিনিধিঃ

বিজ্ঞাপন

কক্সবাজারে উখিয়া-টেকনাফে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে প্রায় ২ লাখ ১২ হাজার পরিবার কে কোরবানির মাংস দেওয়া হবে বলে জানিয়েছেন এনজিও সংস্থা। এনজিও সংস্থা গুলো ইতোমধ্যে তালিকা চুড়ান্ত করেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত স্থানীয়দের মাঝেও বিতরণ করা হবে কোরবানির মাংস।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানিয়েছেন, তালিকা প্রনয়নের কাজ চলছে। প্রতি পরিবারের মাঝে কত কেজি করে মাংস বিতরণ হবে এটি চুড়ান্ত হয়নি। তবে বিতরণের জন্য যত মাংস নির্ধারণ হবে তার ৩০ ভাগ স্থানীয় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের নির্দেশনা রয়েছে। ৭০ ভাগ বিতরণ হবে আশ্রিত রোহিঙ্গা পরিবারের মাঝে। প্রতিটি পরিবার কোরবানির মাংস পাবে।

বিজ্ঞাপন

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) আবুল কালাম সরকারি উদ্যোগে গরু কেনা হয়নি উল্লেখ করে বলেন, আমরা বিভিন্ন ব্যক্তি ও এনজিওর মাধ্যমে রোহিঙ্গাদের জন্য যেসব গরু পেতে যাচ্ছি এতে সংখ্যা কত হয় তা চুড়ান্ত হয়নি। সেগুলো একত্রিত করে যেখানে, যতটা দরকার ততটা হিসাব করে পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্যাম্প ইনচার্জদের তত্তাবধানে মাংস বণ্টন করা হবে। তিনি বলেন জাতিসংঘের তথ্য অনুযায়ী উখিয়া-টেকনাফে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ ৮৫ হাজার ৫৫৭।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত