ঈদে বাড়ি ফেরা শুরু
ঈদে বাড়ি ফেরা শুরু হয়েছে। চট্টগ্রামে অবস্থানরত দেশের দূর প্রান্তের অনেক মানুষ গতকাল বৃহস্পতিবার শেষ অফিস করে ঈদ উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করেছে। আজ শুক্রবার থেকে ট্রেন ও বাসে ভিড় আরো বাড়বে। কারণ আজ ৩১ মে শুক্রবার থেকে আগামী ৮ জুন শনিবার পর্যন্ত টানা ৯দিনের মধ্যে শুধুমাত্র একদিন (৩ জুন) অফিস খোলা।
বাকি ৮দিন ঈদের ছুটির সাথে যুক্ত হয়েছে। ৩ জুন একদিনের জন্য কেউ অফিসে থাকবে বলে মনে হচ্ছে না। ইতোমধ্যে ৩ জুনের ছুটি নিয়ে অনেকেই বাড়িতে ফিরছেন। গতকাল বিকাল ৩টায় চট্টগ্রাম রেল স্টেশনে গিয়ে দেখা গেছে, মহানগর গোধুলী ও সাড়ে ৩টায় ময়মনসিংহগামী ময়মনসিংহ এক্সপ্রেসে স্বাভাবিক দিনের তুলনায় দ্বিগুণ যাত্রী। একই অবস্থা ছিল ৫টার সোনার বাংলা ট্রেনেও। এদিকে ৫টা ১৫ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মেঘনা ট্রেনেও ছিল প্রচুর ভিড়।
আগামী ৫ জুন ঈদ হতে পারে এমনটা ধরে নিয়ে শুরু হয়েছে বাড়ি ফেরার প্রস্তুতি। ট্রেন ও বাস স্টেশনে ঈদের আগের দিন পর্যন্ত যাত্রীদের এই স্রোত থাকবে বলে জানান রেলের পরিবহন বিভাগের কর্মকর্তারা। একই ধরনের স্রোত থাকবে বাস-লঞ্চ ও উড়োজাহাজেও।
দীর্ঘ ছুটির কারণে গতকাল থেকেই ঈদে বাড়ি ফেরা শুরু হওয়ায় ঘরমুখো যাত্রীদের সুবিধা অসুবিধার খোঁজখবর নিতে গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান নগরীর অলংকার, এ কে খান গেট ও কর্ণেল হাটের বিভিন্ন বাস স্ট্যান্ড পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি দূরপাল্লার যাত্রীদের বাড়ি ফেরার সময় সতর্ক থাকার পরামর্শ দেন।
দুপুরের পর থেকেই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষ মোটামুটি প্রতিটি ট্রেনে স্বাচ্ছন্দেই উঠতে পেরেছেন। প্রতিটি ট্রেনের পরিবেশও বেশ স্বস্তিকর। পরিবার-পরিজন ও লাগেজ নিয়ে ট্রেনে উঠতে তেমন বেগ পেতে হয়নি যাত্রীদের। তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ঘরমুখো মানুষের ভিড় ট্রেন ও বাস স্টেশনগুলোতে।
এব্যাপারে চট্টগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. নাজিম উদ্দিন আজাদীকে জানান, চট্টগ্রাম রেল স্টেশন থেকে বৃহস্পতিবার বিকাল ৩টায় ছেড়েছে গোধুলী, সাড়ে ৩টায় ময়মনসিংহ এক্সপ্রেস, ৫টায় সোনার বাংলা, ৫টা ১৫ মিনেটে মেঘনা, রাত ৯টা ৪৫ মিনিটে উদয়ন, রাত সাড়ে ১০টায় ঢাকা মেইল, ১১টায় তূর্ণায় প্রচুর ভিড় ছিল। প্রায় ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করা হয়েছে। চট্টগ্রামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং মেডিকেলে অধ্যয়নরত দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা ছুটি পাওয়ার পর দল বেঁধে বাড়ি যাওয়া শুরু করেছে। একইভাবে আসতে শুরু করেছে চট্টগ্রামেও।