কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও ফুলেশ্বরী নদী থেকে বাদশা মিয়া নামের এক ফিশিং বোট মাঝি’র লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ( ২১ সেপ্টেম্বর) সকালে জালালাবাদের রাবার ড্যাম এলাকায় লাশটি নদীর পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করছেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবদল নেতা আলমগীর তাজ জনি।
তিনি জানান, স্থানীয় বাসিন্দারা সকালে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। তিনি বিষয়টি অবগত হওয়ার পর দ্রুত প্রশাসনকে জানান। পরবর্তীতে ঈদগাঁও থানার একটি ফোর্স ঘটনাস্থলে হাজির হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার করে।
মৃত বাদশা মিয়া কক্সবাজারের সদর উপজেলার চৌফলদন্ডী ৩নং ওয়ার্ড,দক্ষিণ পাড়া উত্তর হায়দর আলীর পুত্র বলে জানা যায়।