শনিবার, আগস্ট ১৬, ২০২৫

ইয়াবা সহ চকরিয়ার ১ মাদক ব্যবসায়ী লোহাগাড়ায় আটক

আপডেট:

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে অভিনব কায়দায় পাচারকালে ১০হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ চকরিয়া উপজেলার একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

গতকাল ১০নভেম্বর (মঙ্গলবার) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের লোহাগাড়া সদরের পুরাতন থানা গেইট নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।

বিজ্ঞাপন

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম আবুল হাসেম (৪৯) সে চকরিয়া উপজেলার সাহারবিল ১নং ওয়ার্ডের মৃত নজির আহমদের ছেলে।

থানা সুত্রে জানা যায়, ওসি জাকের হোসাইন মাহমুদ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলামের নির্দেশে অভিযানে নেতৃত্বদেন থানার এসআই গোলাম কিবরিয়া সহ একটি পুলিশের দল।

বিজ্ঞাপন

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ ১১নভেম্বর সকালে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানাগেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত