রবিবার, আগস্ট ১৭, ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আপডেট:

নাঈম আহমেদ কপিল,
খুলনার কয়রা উপজেলা ও নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ নেতা রাসেল ও রাকিব এর হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশে আই আই ইউ সি ছাত্রলীগের পক্ষ থেকে সন্ত্রাস ও মৌলবাদবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গত ১০ জানুয়ারী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’তে সব ধরনের ছাত্ররাজনীতি, মিছিল-মিটিং, সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিবিরের হামলায় রাকিব নামে একজনের মৃত্যু হয়েছে। তারই প্রতিবাদে গত ২ মার্চ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারির যৌথ বিবৃতে সারাদেশে ছাত্রলীগের সকল ইউনিটকে কর্মসূচী পালন করার ঘোষনা দেন। তবে আজ ৩ মার্চ মঙ্গলবার ছাত্রলীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজকে আইআইইউসি ক্যাম্পাসে ওই বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ছাত্রলীগের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে ক্যাম্পাসে মুল ফটক অতিক্রম করতে চাইলে বাধা দেন বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়ালবডি। পরে তাদের উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে শিক্ষকরা এসে ছাত্রলীগের নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করে পরে ছাত্র্লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে স্থান ত্যাগ করেন। পরে রেল গেটে অবস্থান নেত নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত