বোয়ালখালী প্রতিনিধিঃ
দুর্নীতি প্রতিরোধ কমিটি বোয়ালখালী উপজেলার উদ্যোগে পবিত্র রমজানকে সামনে রেখে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব মোকাবেলার কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন ও মধ্য আয়ের ২০০শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
২৪ এপ্রিল শুক্রবার উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাবচর এলাকায় এ ইফতার সামগ্রী ঘরে ঘরে পৌছিয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন,বোয়ালখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সভাপতি মুহাম্মদ নুরুল আলম, সাধারন সম্পাদক আফাজুর রহমান, সহ-সভাপতি সাংবাদিক সেকান্দর আলম বাবর, সদস্য কাজী নজরুল ইসলাম, মোঃআকতার কামাল চৌধুরী , বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম, সাংবাদিক ইয়াছিন চৌধুরী ও জাহিদ হাসান প্রমুখ।
এসময় বোয়ালখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সভাপতি মুহাম্মদ নুরুল আলম বলেন,
করোনা প্রভাবের কারণে উপজেলার অনেক মানুষ দুঃখ কষ্টে দিনাতিপাত করছে। এ সংকটকালে সাধারণ মানুষদের দুঃখ লাঘবের জন্য ২০০ পরিবারকে ইফতার দেয়া হল।
সবাই এগিয়ে এলে এই দুঃসময়ে কেউ না খেয়ে থাকবেনা। দুর্নীতি প্রতিরোধ কমিটি,বোয়ালখালী উপজেলার উদ্যোগে বিভিন্ন জায়গায় খেটে খাওয়া ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী দিয়ে সহযোগিতা করছি এবং তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।