এম.মোবারক হোসাইন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম জেলা শাখা বটতলী শহরের অলিতে গলিতে থাকা মানসিক ভারসাম্যহীন (ভবঘুরে) ও ছিন্নমূল মানুষদের মাঝে আজ থেকে শুরু হয়েছে “আহার” সংগঠন দুপুরের খাবার বিতরন।
এই সময় উপস্থিত ছিলেন আহার চট্টগ্রাম জেলার এডমিন শারজিল মাহমুদ আহাদ. কো এডমিন আতিকুর রহমান আতিক ও আহার চট্টগ্রাম জেলার সদস্য তৌহিদুল ইসলাম তুহিন. মোহাম্মাদ রাজিব. মিজান. রাজিব শীল. নুসরাত জাহান লিলি. সানজিদা ইসলাম. মিসকাতুল জান্নাত মিসবাহ. আরিফা. ইফা. জেমি সহ প্রমুখ
এ সময় “আহার” সংগঠনের চট্টগ্রাম জেলার এডমিন মোঃ শারজিল মাহমুদ আহাদ জানান প্রতিনিয়তই তাদের এ খাবার বিতরণ সহ বিভিন্ন আর্থিক সাহায্য অব্যহত থাকবে।তিনি আরো বলেন আমাদের ইচ্ছে আছে কিন্তু সামর্থ নেই। তাই আমরা যদি নিজেদের অবস্থান থেকে সকলে এই ছিন্নমূল ও ভবঘুরে মানুষ গুলোর পাশে দাড়াই তাহলে তাদেরকে আর না খেয়ে অনাহারে থাকতে হতো না।
আহার সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে ছিন্নমূল ও ভবঘুরে হচ্ছে মানুষের পাশে দাড়ানো।সবার মুখে খাবার তুলে দেওয়া এবং চিকিৎসা ব্যবস্থা করা। তাইতো তাদের শ্লোগান আহার “সামিল হন যুদ্ধে, ক্ষুধার বিরুদ্ধে”।