বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

আশ্রমের ৫২ এতিম শিশুর পাশে ড. জমির সিকদার

আপডেট:

রাকিব উদ্দিন,
বাঁশখালীতে আশ্রমের ৫২ এতিম শিশুর
পাশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি ড. জমির উদ্দিন সিকদার।

বাঁশখালী উপজেলা সদরস্থ শ্রী শ্রী অদ্বৈতানন্দ মঠ ও মিশন পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি ড. জমির উদ্দিন সিকদার। তিনি আশ্রমের ৫২ শিশুর জন্য চাল ডাল উপহার সহ আশ্রম কতৃপক্ষকে এতিম শিশুদের পোশাক ও আর্থিক অনুদান দেয়ার ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এতে আরো উপস্থিত ছিলেন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিবেকানন্দ পুরী মহারাজ, উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজ, অধ্যাপক বাবুল কান্তি দাশ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক অশোক দাশ, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. জমির উদ্দিন সিকদার নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত