সোমবার, আগস্ট ১৮, ২০২৫

আশিয়ায় ৩০০ পরিবার পেল মরহুম হাজী আবুল বশর ফাউন্ডেশনের ইফতার সামগ্রী

আপডেট:

সংবাদ বিজ্ঞপ্তিঃ
পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে মরহুম আবুল বশর ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। ২৪ এপ্রিল শুক্রবার সকালে দুস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে চনা, চিনি, আলু, ডাল, মুড়ি ও মুরগী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক প্রচার সম্পাদক এনামুল হক মজুমদার, মেম্বার নুরুল আবসার চৌধুরী, আশিয়া ইউনিয়ন আওয়ামিলীগ এর সাবেক দপ্তর সম্পাদক আজিজুল হক এজাজ,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম চৌধুরী, সহ সভাপতি মোহাম্মদ শফি, সহ সভাপতি শরিফ খোকন,সহ সভাপতি আজগর আলী,যুগ্ম সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ফোরকান, সমাজসেবা সম্পাদক আবু জাফর বাবুল, সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, ছাত্রলীগ নেতা গালিব চৌধুরী, মোরশেদুল আলম, নুরুল আমিন, সমাজ সেবক ইউনুস মিয়া, উক্ত ফাউন্ডেশনের সদস্য হাজী হেলাল উদ্দিন, হাজী জালাল উদ্দীন, দেলোয়ার হোসেন হোসেন মানিক, শাহাদাত হোসেন শেরু, মো ফারুক মোঃ এমরান উদ্দিন ছোটন মোঃ মাসুদ প্রমুখ।

বিজ্ঞাপন

ইফতার সামগ্রী প্রদানকালে বেলাল উদ্দীন বলেন, একটি বছর পর আবার এসেছে সিয়াম সাধনার্থে মাস মাহে রমজাম। করোনা মহামারিতে চারিদিকে বিপর্যস্ত। তাই বিত্তশালীদের উচিত মাহে রমজানের শুরুতে যেন অসহায় হতদরিদ্র মানুষগুলোতে ইফতার সামগ্রী পৌছে দেয়া।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত