বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

আরও যা যা থাকছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে

আপডেট:

তাহমিদ লিয়াম,  
অপেক্ষার পালা শেষ। বিপিএলের আদলে শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে আজ দুপুর ১ঃ৩০ মিনিট থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ৫ দলের নাম, স্কোয়াড এবং সূচি সবই চূড়ান্ত। একমাত্র ভেন্যু মিরপুরের হোম অফ ক্রিকেটেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখন শুধু মাঠের ক্রিকেট লড়াইয়েরই অপেক্ষা।

টুর্নামেন্টটির টাইটেল স্পন্সর হিসেবে থাকছে দীর্ঘদিন ধরে দেশের ঘরোয়া লিগ পৃষ্ঠপোষণ করে আসা প্রতিষ্ঠান ওয়ালটন। এবং কো-স্পন্সর হিসেবে থাকছে ইফুড। তাই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘ওয়ালটন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ পাওয়ার্ড বাই ইফুড’।

বিজ্ঞাপন

মাঠে দর্শকদের ঢুকতে মানা৷ বাংলাদেশের প্রথম স্পোর্টস টেলিভিশন টি-স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে আসরের সবকটি ম্যাচ। প্রোডাকশনের দ্বায়িত্ব দেওয়া হয়েছে রিয়াল ইম্প্যাক্টকে। থাকবে ড্রোন ক্যামেরাও কিন্তু থাকছে না স্পাইডার ক্যামেরা। আসরটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে থাকছে এলইডি স্ট্যাম্পস। অর্থাৎ বল স্ট্যাম্পকে আঘাত করলেই জ্বলে উঠবে স্ট্যাম্পগুলো। আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে নিতে না পারলে ডি.আর.এস. বা ডিশিসন রিভিউ সিস্টেমের ব্যবহার করতে পারবে ক্রিকেটাররা।

আতহার আলী খান, শামিম আশরাফ চৌধুরীদের মতো জনপ্রিয় মুখদের পাশাপাশি কমেন্ট্রি প্যানেলে থাকছেন প্লেয়ার্স ড্রাফটসে দল না পাওয়া ক্রিকেটার শাহরিয়ার নাফিস। আরও থাকবেন মাজহার উদ্দিন অমি, যুক্ত হতে পারেন সমন্বয় ঘোষও। এছাড়াও আয়ারল্যান্ডের নায়াল ও’ব্রায়েন, জিম্বাবুয়ের এডওয়ার্ড রেইন্সফোর্ড এবং সাবেক ভারতীয় নারী ক্রিকেটার অঞ্জুম চোপড়ারও থাকা নিশ্চিত করেছে বিসিবি। এছাড়াও আরও কয়েকজন বিদেশি ধারাভাষ্যকারকে প্যানেলে যুক্ত করার ব্যাপারে চলছে আলোচনা। ১৮ সদস্যের ম্যাচ রেফারি ও আম্পায়ারদের দলে সবাই দেশি।

বিজ্ঞাপন

আজ দুপুর ১ঃ৩০ মিনিটে আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা এবং সাইফুদ্দিন-মোহাম্মদ আশরাফুলদের নিয়ে গড়া মিনিস্টার গ্রুপ রাজশাহী৷ তবে অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে গোড়ালি মুচকে যাওয়ায় সাতদিন এবং ৩ ম্যাচের জন্য সাইফুদ্দিনের ছিটকে যাওয়া নিশ্চিত করেছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল শান্ত৷

উল্লেখ্য, ৫ দলকে নিয়ে হতে যাওয়া রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরে প্রতিদিন ২টি করে ম্যাচ থাকবে। রাতের ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে। ফাইনাল ম্যাচ হবে ১৯ ডিসেম্বর। শুধুমাত্র ফাইনালের জন্যই থাকছে রিজার্ভ ডে।

আসরের বাকি ৩টি দল হলো জেমকন খুলনা, ফরচুন বরিশাল ও গাজী গ্রুপ চট্টগ্রাম।

মোহাম্মদ মিথুনের অধিনায়ত্বে চট্টলার দলটি নিজেদের প্রথম ম্যাচে আগামী ২৬ নভেম্বর সন্ধ্যা ৬ঃ৩০ টায় মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকার।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত