জাবেদ ভূঁইয়া,মিরসরাই:
মিরসরাই থেকে ৭ বার নির্বাচিত সফল সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আবারো আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে দলের সভাপতি মন্ডলীর সদস্যদের নাম ঘোষণায় সভাপতি মণ্ডলীর সদস্য হলেন।
শনিবার (২১ডিসেম্বর) অনুষ্ঠিত আওয়ামীলীগের ২১তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এ অধিবেশনে সভাপতি মণ্ডলীর সদস্যদের তালিকায় নাম ঘোষণা হয় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের। এ সময় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচিত প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে আরো আছেন, সৈয়দ সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করীম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্যাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, পীযুষ কান্তি ভট্রাচার্য, রামেশ চন্দ্র সেন, শাহজাহান খান, কর্নেল (অব) ফারুক খান, মান্নান খান, আব্দুল মতিন খসরু, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।
এদিকে আবারো প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ার পর মিরসরাইয়ের সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রবীণ এই আওয়ামী নেতা। এবং মিরসরাইয়ের বিভিন্ন জায়গায় অনন্দ মিছিল বের করে তার কর্মীরা।