শনিবার, আগস্ট ১৬, ২০২৫

আনোয়ারায় হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্টিত

আপডেট:

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
গত ২২ জানুয়ারি বুধবার সকালে আনোয়ারা উপজেলা ১নং বৈরাগ গুয়াপঞ্চক মাদরাসা দরসুল কোরআন ওয়াসসুন্নাহর উদ্যোগে মাদরাসার হলরুমে নাজেরা বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের হিফজ সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়।

এতে মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,আল্লামা মুফতি সলিম উল্লাহ -মুহতামিম দুধকুমড়া দারুস্সুন্নাহ মাদ্রাসা

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন, মাওঃ আব্দুল আলিম সাহেব,পরিচালক কখাইন মাদরাসা,হাফেজ আবদুল মান্নান সাহেব ,সাবেক বিভাগীয় প্রধান -নাসেরুল উলূম ফতেহপুর মাদরাসা৷ বিশেষ অথিতি,লোকমান মেম্বার-সভাপতি ,চৌমহোনী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি,মোছাম্মৎ নারগিস আকতার-সাবেক মহিলা মেম্বার, গোয়াপঞ্চক বৈরাগ,ইন্জিনিয়ার মুহাম্মদ আবছার,হাজী আলী আকবর ,হাজী আব্দুর রহিম,মাও মুহাম্মদ ইব্রাহীম,সেক্রেটারী,চৌমহনী বাজার ব্যবসায়ী সমিতি,এম,এ জব্বার -সাবেক মেম্বার,মাও এম মাহফুজুর রহমান(মেহেদী),এনামুল হক চৌধুরী,শাহাব উদ্দিন চৌধুরী,উপস্থিত মাদরাসার শিক্ষক হাফেজ ক্বারী মহিউদ্দিন,হাফেজ ক্বরী হোসাইন,মাও ক্বারী আসাদ উল্লাহ,হাফেজ মাও হোসাইন,হাফেজ মাও ক্বারী আব্দুর রহমান,হাফেজ ক্বারী মোজ্জাম্মেল সাহেব,মাও মুহাঃ শোয়াইবুল ইসলাম,শিক্ষিকা বৃন্দ হাফেজা মোছাম্মৎ শেলি আক্তার,মোছাম্মৎ জয়নাব বেগম।

আরো উপস্থিত ছিলেন হাফেজ নুরুল আবছার, আব্দুর রহিম হাফেজ এরশাদ সহ মাদরাসার সকল শিক্ষক এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

এ সময় অতিথিদের উপস্থিতে দরসুল কুরআন ওয়াসসুন্নাহ ভবনের দ্বিতীয় তলার শুভ উদ্বোধন করা হয়।

অতিথিগণ বলেন,দরসুল কুরআন সাফল্যের ধারাবাহিতা আলোড়ন সৃষ্টি করেছে,তৃতীয় বছরে পা রেখে ৪৫ জন ছাত্র হাফেজে কুরআন সম্পুর্ণ করে ও ৫৫ জন শিক্ষার্থী নাজেরা সম্পন্ন শেষ করে হিফজ শুরু করেছে,স্বল্প সময়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে মনোরম পরিবেশে এমন ভাল মানের মাদরাসা পরিচালনা করায় অতিথিরা পরিচালক হাফেজ আরিফের ভূয়সী প্রশংসা করেন।

বালকদের কুরআন শিক্ষার পাশাপাশি বালিকা মহিলা হিফজ বিভাগ পরিচালনা চালু করে এখন নারীদের কুরআনে হাফেজ হওয়ার সুযোগ রয়েছে বলে জানান পরিচালক হাফেজ আরিফ।

পরিশেষে হাফেজ মাওলানা আব্দুল মান্নান ১৭ জন শিক্ষার্থীকে হিফজ সবক প্রদান করে সর্বস্তর মুসলমান এবং দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত