মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আনোয়ারার হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক।
আজ সোমবার সকালে আনোয়ারা উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের গুচ্ছগ্রাম (আশ্রয়ন প্রকল্পে) এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল,আনোয়ারা সার্কেল পুলিশ অফিসার মুফিজুর রহমান,আনোয়ারা থানা অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ প্রমুখ।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ জানান, করোনার কারণে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ বাসা থেকে বের হতে পারছেন না তারা ক্ষুধার্ত না থাকে তার জন্য জেলা পুলিশের উদ্যোগে হত দরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ লিটার করে সয়াবিন তেল দেওয়া হয়েছে।