বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

আনোয়ারায় যথাযথ নিরাপত্তায় পালিত হচ্ছে শারদীয়া দূর্গাোৎসব

আপডেট:

আনোয়ারা প্রতিনিধি:
গত ২২শে অঠোবর ষষ্ঠী তিথিতে দেবী বন্দনার মধ্যদিয়ে শুরু হয় সনাতন-হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা।২৬ শে অঠোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে।

উল্লেখ্য যে,এবছর আনোয়ারা উপজেলায় প্রায় ১০৭ টি পূজা মন্ডপের পূজা অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

তাদের ধর্মীয় শাস্ত্র মতে,দশভূজা দেবী দুর্গা অসুর বধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন। সন্তানদের নিয়ে পক্ষকাল পিতার গৃহে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে।

চারিদিকে তাই জমেছে উঠছে নানান আয়োজনে,নানান আলোক সজ্জায় প্রতিটি পূজা মন্ডপ।

বিজ্ঞাপন

সকল স্থানে হৃদয়ের উচ্ছল মুখরতা।বর্ণিল আবহে চলছে পুজোরআনুষ্ঠানিকতা।

ঢাক-ঢোল,কাসি,করতাল,ঘন্টা- কাসার মাতাল ছন্দ, মঙ্গল শাঁখ ও উলুধ্বনিতে মুখরিত প্রতিটি মন্ডপ। মায়ের আগমনে চারদিকে আনন্দ আয়োজনের উল্লাস বইছে।

জাতি,ধর্ম,বর্ন ও গোত্র নির্বিশেষে সকলেই এই আনন্দ আয়োজনে অংশ নেন বলে দুর্গা পূজার নামকরন হয় সার্বজনীন শারদীয়া দুর্গোত্‍সব।

ধনী- গরীবের ভেদাভেদ ভুলে মন্ডপে মন্ডপে তাই চলছে এখন আনন্দময়ীর আগমনী সুমধুর সংগীত ।

সরজমিনের কয়েকটি পূজা মণ্ডপে গিয়ে দেখা যায়,বিগত বছরের চেয়ে এবছর মন্দিরের ভক্তবৃন্দের সংখ্যা আবহাওয়া প্রতিকূলতায় তুলনামূলক অনেক কম।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুগ্রীব মজুমদার দোলন জানান,এই বছর মহামারী করোনা ভাইরাসের কারণের বিগত বছরের চেয়ে এই বছর পূজার আয়োজন অনেকটাই সংক্ষিপ্ত।আমি পূজার সংশ্লিষ্ট এবং পূজার আগত সকলকেই সরকার নিদের্শিত স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান করছি।সকলকের মঙ্গল করুক মাঝে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ(ওসি) দুলাল মাহমুদ বলেন,সুন্দর,সুশৃংঙ্খল ও শান্তিপূর্ন ভাবে পূজা শেষ করার লক্ষ্য আনোয়ারা থানা পুলিশ প্রশাসন ব্যাপক নিরাপত্তা নিয়েছে এবং সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ আছে পুলিশ।

মন্ডপের আগত ভক্তরা সারা আনোয়ারা প্রতিনিধিকে জানান,দশভুজার শ্রীরাঙা চরণে তাঁদের মনবাসনা পুরণের আকুল প্রার্থনা জানান।সকলের সুখ,শান্তি,সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত