শনিবার, আগস্ট ১৬, ২০২৫

আনোয়ারায় মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার বার্ষিক সভা সম্পন্ন

আপডেট:

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারা উপজেলার পরুয়াপাড়া মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার বার্ষিক সভা সম্পন্ন হয়েছে।

গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গণে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার পরিচালক শেখ মাওলানা মোহাম্মদ সালেহ এর সভাপতিত্বে ও মাওলানা ফয়সাল মোহাম্মদ আরফাতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হেফাজত ইসলামের আমীর হযরত আল্লামা শাহ আহমদ শফি।

বিজ্ঞাপন

প্রধান বক্তা ছিলেন ফিলিস্তিন মসজিদুল আকসার ইমাম ও খতিব আল্লামা শায়খ আলী উমর ইয়াকুব আব্বাসী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাবুনগর মাদরাসার পরিচালক আল্লামা মুহিবুল্লাহ্ বাবু নগরী,হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ, জামেয়া দারুল হিদায়ার পরিচালক আজিজুল হক আল মাদানী,আল্লামা জাবেদুল্লাহ্, মাওলানা আনোয়ার শাহ্, হাফেজ নুরুল আমিন, নুরুল করিম বেলালী, হাফিজুর রহমান, মৌলানা বায়েজিদ প্রমুখ।

বিজ্ঞাপন

অতিথিদেরকে মাদ্রাসার পক্ষে ক্রেস্ট প্রদান করেন মাদ্রাসার পরিচালক মাওলানা শেখ মোহাম্মদ সালেহ।

মাহফিল শেষে দেশবাসীর মঙ্গল ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করেন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত