মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারা উপজেলার বিনামূল্যে যেকোন রোগী ফোন দেওয়া মাত্র অল্প সময়ে গাড়ী নিয়ে হাজির হয়ে যান আনোয়ারা উপজেলা বারশত ইউনিয়নের একজন ব্যবসায়ী আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ কার্যকরী কমিটির সদস্য এম এ রশিদ।
সারা বিশ্বে যখন মহামারি (কোভিট১৯)করোনা ভাইরাসে সাধারণ মানুষের গৃহবন্দী অবস্থা।ঠিক সে সময়ে নিজের অর্থায়নকৃত খরচে গাড়ী করে আনোয়ারার অসহায় থেকে শুরু করে সব ধরনের চট্টগ্রামে ডেলিভারি, রক্তশূন্য,ক্যান্সার আক্রান্ত ইত্যাদি রোগীদের বিনামূল্যে পৌছে দেওয়ার ব্যবস্থা করেন।
প্রতি দিনের ন্যায় আজ সকালে বরুমচড়া ইউনিয়নের ক্লাস সেভেনে পড়া সাইফুল নামের এক রক্তশূন্যতা (থালেস্যামিয়া) এক শিশুর পরিবারের ফোন পেয়ে গাড়ী নিয়ে হাজির হন তিনি।
এভাবে প্রতিদিন নাগাদ ৫/১০ জন রোগীকে পৌঁছে দিচ্ছেন চট্টগ্রাম শহরে বিভিন্ন হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে।
এ ব্যাপারে এম এ রশিদের জানান
করোনা ভাইরাসের কারণে অনেক সময়ে মানুষ গাড়ির সমস্যার কারণে চিকিৎসা নিতে যাওয়ার জন্য কষ্ট হচ্ছে।তাই আমি তাদেরকে যতটুকু সাধ্য বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছি।যাতে এলাকার সাধারণ মানুষ ও মা বোনেরা সাধারণত ডেলিভারি ও রক্তশূন্যতা ইত্যাদিতে চিকিৎসা নিতে গাড়ির কারণে কোন প্রকার কষ্ট না পান।