বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

আনোয়ারায় জব্দকৃত মালামাল ৩ টি এতিমখানায় বিতরণ

আপডেট:

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আজ (২৩ জানুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ এবং উপজেলা ভূমি অফিসার সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে আনোয়ারা চাতরী চৌমহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

আনোয়ারা বাসীর দুর্ভোগের অন্যতম প্রধান কারণ চাতরী চৌমুহনী বাজারের রাস্তা ও ফুটপাত দখল করে বসানো ভাসমান দোকান। এই অবৈধ ভাসমান দোকান ও অন্যায়ভাবে সিএনজি পার্কিং এর ফলে এই রাস্তায় চলাচলকারী প্রত্যেককেই সীমাহীন দূর্ভোগের সম্মুখীন হতে হয়।

বিজ্ঞাপন

ইতিপূর্বে কয়েকবার অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার অর্থদণ্ড প্রদান করা হয়। কিন্তু দূর্ভোগ সৃষ্টিকারীরা সংশোধন হয়নি।

আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নয়জনকে আটক করা হয় এবং মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যসমূহ ৩ টি এতিমখানায় বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, দূর্ভোগ ও যানজট নিরসনে অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত