আনোয়ারা প্রতিনিধি,
সারাদেশ ব্যাপী ইউনিয়ন ভিত্তিক গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে শুরু হয়েছে ইউনিয়ন ভিত্তিক গণটিকা কার্যক্রম।
আনোয়ারা উপজেলা ১১টি ইউনিয়নের অনলাইন রেজিস্ট্রেসনের মাধ্যমে প্রত্যেক ইউনিয়ন থেকে প্রায় ৬০০ জন নারী ও পুরুষকে এই টিকা প্রদান করা হয়।
এতে নতুন চমক হিসেবে গণটিকা নিতে আসা মানুষদের লাল গোলাপ এবং কফি খাওয়ার উদ্যোগ নিতে দেখা গেছে ২নং বারশত ইউনিয়ন পরিষদে।
টিকা গ্রহণ করতে আসা সকলে একটি গোলাপ এবং খাওয়ার কফি প্রদান করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ।
তিনি জানান,ইউনিয়ন ভিত্তিক গণটিকা কার্যক্রম নিয়ে বারশত ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ৬০০ জনকে এই করোনা ভ্যাক্সিন ডোজ দেওয়া হয়। এবং তাদেরকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে লাল গোলাপ ও যাওয়ার সময়ে খাওয়ার কফি উপহার হিসেবে প্রদান করেছি।
তিনি আরও জানান,এই করোনার মহামারি পরিস্থিতিতে সবার মাঝে এই ভ্যাক্সিন ডোজ নিতে যাতে মানুষ আরও আগ্রহী হয় তার জন্য আমরা ইউনিয়নের প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছি।আশা করি আমরা করোনা মোকাবিলায় সফল হবো।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান,‘টিকাগ্রহীতা ফিরছেন ফুল হাতে’ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কার্যক্রমে সারাদেশের মত আনোয়ারাতেও ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান করা হচ্ছে। আনোয়ারাতে আজকে সর্বমোট ৬৬০০ জনকে টিকা প্রদান করা হচ্ছে। বয়স্ক, মহিলা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।
আনোয়ারা উপজেলায় ইউনিয়ন ভিত্তিক গণটিকা কার্যক্রম পরিদর্শনে আসেন,আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ,আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী,আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দীন, আনোয়ারা থানার কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম শিকদার প্রমুখ।