মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারা উপজেলার বখতিয়ারপাড়া তরতীলুল কুরআন মাদ্রাসার দুদিন ব্যাপী ক্বেরাত সম্মেলন ও বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে।
গত বুধবার ২২জানুয়ারী থেকে মাদ্রাসা প্রাঙ্গণে আল্লামা ক্বারী আবদুল গণি ও আল্লামা আবদুস সুবহান রহঃ স্মরণে তানযীমুল কুররা বাংলাদেশের আয়োজনে ক্বেরাত সম্মেলন ও বৃহস্পতিবার মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়।
কুরআন হাদিসের আলোকে বয়ান করেন পটিয়া জামিয়া ইসলামিয়া আরবিয়া জিরি মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব। আল্লামা হাসান জামিল, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা রাফি বিন মুনির।
তিলাওয়াত করেন, ক্বারী মাওলানা আহমদুল হক, ক্বারী মনজুরুল হক,ক্বারী শহিদুল ইসলাম, ক্বারী আনোয়ার প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্বারী আবদুল মালেক, ক্বারী জহিরুল হক। মাদ্রাসার পরিচালক হাফেজ মাহমুদুল হাসান, সহকারী পরিচালক ক্বারী সাইফুল্লাহ, উপ-পরিচালক হাফেজ আবু হানিফা নোমান।
শেষে হাফেজ ও ক্বারীদের পাগড়ি প্রদান ও দেশবাসীর মঙ্গল ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করেন।