আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারায় শনিবার (৩০)অক্টোবর বেলা সাড়ে ১২ টায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আনোয়ারা থানার উদ্যোগে উপজেলা হল রুমে কমিউনিটি পুলিশিং সমাবেশের আয়োজন করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম.দিদারুল ইসলামের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ছৈয়দ ওমরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।
অতিথিদের মাঝে বক্তব্য রাখেন, আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান,আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব,বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী, চাতরি ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন হিরু,বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ.কাইয়ুম শাহ, সাবেক চেয়ারম্যান মো.ছৈয়দ, আনোয়ারা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি এম.নুরুল ইসলাম,
বক্তব্য রাখেন,বৈরাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর হোসেন,ছাত্রনেতা সাইফুল ইসলাম শামীম।
সমাবেশে কমিউনিটি পুলিশের সদস্য ছাড়াও সাংবাদিক ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।