আনোয়ারা প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সমস্যার কারণে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এবার ঈদ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খান এমপি।
বৃহস্পতিবার (৫ মে) সকালে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র ২৫০ পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- পোলাও চাল, চিনি, সেমাই, দুধ, তেল, আলু, পিঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী।
এর আগেও তিনি আনোয়ারার বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী ও নগদ অর্থসহ বিতরণ করে এসেছিলেন।
বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খান এমপির পক্ষে এ সব ঈদ উপহার সামগ্রী অসহায় ও হতদরিদ্র পরিবারের ঘরে ঘরে গিয়ে বিতরণ করেন আনোয়ারা নিলুফা কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির সভাপতি ও ইউপি সদস্য আজিজুল হক আজিজ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন ছোটন প্রমুখ।