শনিবার, আগস্ট ১৬, ২০২৫

আনোয়ারায় ইউএনও’র অভিযান, ২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আপডেট:

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
আনোয়ারা উপজেলায় অবস্থিত অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোতে অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে সিলগালা হয়।

(১৭) নভেম্বর মঙ্গলবার সকালে থেকে এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ।

বিজ্ঞাপন

উক্ত অভিযানে বটতলী আইডিয়াল ক্লিনিক ও জনসেবা ডায়াগনস্টিক সেন্টারকে যাবতীয় অনুমোদন কাগজপত্র দেখাতে না পারায় সিলগালা করে দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ জানান,আমরা আনোয়ারা উপজেলায় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়েছি,যেখানে নেই কোন প্রশিক্ষণ প্রাপ্ত নার্স,নেই কোন টেকনোশিয়ান,নেই কোন প্রতিষ্ঠানিক সরকারি অনুমোদন!

বিজ্ঞাপন

এবং চিকিৎসার পর্যাপ্ত পরিবেশ না থাকায় একটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছি,এস এম এ পপুলার ডায়াগনস্টিক সেন্টার অভিযান করতে গেলে তালাবদ্ধ পাওয়া যাই এবং বাকি আরো অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।

এতে আরো উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দীন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল টিম।

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত