মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
আনোয়ারা উপজেলায় মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার উদ্যোগে শাইখুল ইসলাম আল্লামা শফি (র:) এর স্মরণে দোয়া ও এসলাহী মাহফিল সম্পন্ন হয়েছে
(৩১ অক্টোবর) শনিবার বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াড়া গ্রামে মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার ব্যবস্থাপনায় মাদ্রাসার মাটে দোয়া ও এসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা আরবিয়া খাইরিয়া ও এতিমখানার প্রতিষ্টাতা মাওলানা মোহাম্মদ সালেহ আবুল খাইর, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খতিবুল উম্মাহ আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)
এ সময় আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার পরিচাল কমাওলানা সোহাইল ছালেহ, মাদরাসা আরবিয়া খাইরিয়ার সহকারী পরিচালক মাওলানা হাসান মাহমুদ ফয়সাল হাফেজ আবরার ছালেহ, ৩নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জানে আলম প্রমুখ।