শনিবার, আগস্ট ১৬, ২০২৫

আনোয়ারায় আফাজিয়া রহমানিয়া দরবার শরীফের ওরশ সম্পন্ন

আপডেট:

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারা রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া গ্রামে আল্লামা ছৈয়দ আফজ উদ্দীন শাহ রাঃ ও তার শাহজাদা আল্লামা ছৈয়দ মুফতি আবদুর রহমান শাহ রাহঃ এর প্রকাশ বুড়া হুজুরের ৭৮ তম ওরশ শরীফ উপলক্ষে তাদের প্রতিষ্ঠিত মাদ্রাসা আফাজিয়া রহমানিয়া দরবার শরীফ মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গণে ওরশ ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। ওরশ ও সভাকে ঘিরে মাঠে বসেছে মেলা।

বিজ্ঞাপন

সভায় শাহচান্দা আউলিয়া মাদ্রাসা ও মসজিদের প্রভাষক ও খতিব হযরত ছৈয়দ মাওলানা নুরুল কবির মাঃ জিঃ আঃ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুতুব শরীফ দরবারে যুগ্ম পরিচালক ও আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহাজাদা শাহ আবদুল করিম আল কুতুবী (মঃ জিঃ আঃ)। প্রধান বক্তা হযরত মাওলানা ফরিদুল আলম রেজভী, প্রধান ওয়ায়েজিন বটতলী রুস্তমহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবুল কাশেম বিন ফারুক। বিশেষ বক্তা হযরত মাওলানা শোয়াইবুল ইসলাম, মাওলানা আবুল কাশেম আনোয়ারী, অত্র মাজার, মসজিদ ও মাদ্রাসার পরিচালক সাহেবজাদা সৈয়দ মাওলানা মুহাম্মদ রেজাউল করিম রেজভী প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত