বুধবার, আগস্ট ১৩, ২০২৫

আনোয়ারায় অসহায়দের মাঝে মাসিক ভাতা প্রদান কর্মসূচী অনুষ্টিত

আপডেট:

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আজ শুক্রবার(১০)জানুয়ারি সকালবেলা আনোয়ারা উপজেলার সামাজিক সংগঠন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে `আসহায়দের আর্তমানবতার সেবাই আমরা` এই স্লোগানকে সামনে রেখে গরীব ও অসহায় পরিবারের মাঝে মাসিক সহায়তা ভাতা প্রধান কর্মসূচি অনুষ্টিত হয়েছে।

এ সময় জানুয়ারি ২০২০ ইংরেজি থেকে এলাকার ২০ জন অসহায় দরিদ্র পরিবারের সদস্যের মাঝে সহায়তা প্রকল্প প্রতি মাসে ৫০০ টাকা করে মাসিক ভাতা প্রদান করেছেন।

বিজ্ঞাপন

বখতিয়ার শতাব্দীর কার্যালয়ে মোঃ বশির রিফাতের সঋালনায় সংগঠনের সভাপতি নুরুল হক আমিরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন এম এ কাইয়ুম শাহ।

বক্তারা বলেন,এভাবে যদি আমরা সবাই একত্রিত হয়ে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসি,তাহলে আমাদের এলাকার মানুষের দরিদ্রতা বিমোচন হবে,তাই সবাইকে এমন উদ্দোগে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বখতিয়ার সোসাইটির চেয়ারম্যন বাবুল হক বাবু , শাহী আকবরী জামে মসজিদের খতিব মাওলানা কাজী মুহাম্মদ জাফর ,আলহাজ আবদুর রহিম ,আলহাজ রশিদ আহমদ ,উপদেষ্টা জাকের জামান ,মুজিব আলী , নুর মোহাম্মদ ,বদরুজ্জামান ,আবুল কাশেম ,পেয়ার আহমদ , সুলতান আহমদ, বখতিয়ার সোসাইটি সহ সম্পাদক মোস্তাক শেখ ,প্রবাসী সদস্য ছালেহ জহুর , আবছার রহিম ,সহ সভাপতি এয়ার মুহাম্মদ, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ,সহ সম্পাদক নুরুল আবছার প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত