আনোয়ারা প্রতিনিধিঃ
আনোয়ারা উপজেলার জুইঁদন্ডী ইউনিয়নে শঙ্খ নদীতে ড্রেজার বসিয়ে আবারো বালু উত্তোলন করতেছে জুইঁদন্ডীর কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট।
আজ (০১) মার্চ রবিবার সকাল ৭টা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালিি উত্তোলন করতে দেখা গেছে।
সরেজমিন গিয়ে দেখা যায় জুইঁদন্ডী ইউনিয়নের ৪.৫ নং ওয়ার্ড এলাকায় নদীর মাঝখান থেকে নতুন ড্রেজার দিয়ে বালু তোলে গোদারগাড় এলাকার নদীরপাড়ে নিয়ে এসে মিনি ট্রাক দিয়ে বিভিন্ন এলাকাতে বিক্রি করতে নিয়ে যাচ্ছে।
স্থানীয়দের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা বলে, বিগত কয়েকবার উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেও আবার নতুনভাবে বালি উত্তোলন করে আসতেছে সেই সিন্ডিকেট দল।
প্রতিবার মোবাইল কোর্ট অভিযান করে গেলেও সেই সিন্ডিকেটদের কাছে প্রশাসন ব্যর্থ হয়।
স্থানীয়রা জানান এই সিন্ডিকেট ব্যবসায় সবচেয়ে সক্রীয় গডফাদার জুইঁদন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত ছালেহ আহমদের পুত্র মোঃ আব্বাস,৭নং ওয়ার্ডের মোঃ গফুর ও ৭নং ওয়ার্ডের মোঃ শরীফের ছেলে মোঃ পারভেজ।