মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানবতাবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিন গহিরা(বার আউলিয়া) এলাকায় সম্প্রতি বেড়িবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়।
আজ (১৯)জুলাই রবিবার আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা বার আউলিয়া উপকূলীয় এলাকার অভাবগ্রস্তদের মাঝে এই সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
উক্ত ত্রান সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সভাপতি কামাল হোসেন,আজিজ খান,রিদুয়ান হৃদয়, আবিদ বিন হারুন,মোঃ হানিফ,কাজী ফয়েজ,হারুনুর রশিদ, শ্রীধামমল্লিক, মিসকাত, কোহিনূর, শিহাব, জাহেদ, লাভলী, তালহা, রুবিনা, জুয়েল, নয়ন, হাসান, মিটু, মামুনসহ আরো অনেকেই।
করোনাে এমন দূর্দিনে স্বপ্নযাত্রীকে কাছে পেয়ে তারা আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং স্বপ্নযাত্রীর নানান ব্যক্তিক্রমধর্মী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।স্বপ্নযাত্রীর সকলে আর্ত মানবতার সেবাই এগিয়ে আসতে পেরে আনন্দিত হয় এবং নিজেদেরকে গর্বিত মনে করে গরীব ও অসহায় মানুষদের কল্যানে সবসময় অগ্রগামী মানবতার অনন্য প্ল্যাটফরম স্বপ্নযাত্রী।