শনিবার, আগস্ট ১৬, ২০২৫

আনোয়ারার উত্তর পরুয়াপাড়ার এক প্রবাসীর উদ্দোগে খাদ্যসামগ্রী পেলেন ১৫০টি পরিবার

আপডেট:

মহিউদ্দীন মনজুর আনোয়ারাঃ
পূরা পৃথিবীর প্রায় দেশে যখন (কোভিট ১৯)করোনা ভাইরাস নামক মহামারীর কারণে লকডাউন।

নিজেদের কাছে দেশের গ্রামের খেটে খাওয়া মানুষের কথা মনে পড়ে দুবাই প্রবাসী মাওলানা ক্বারি আবু সাঈদ এবং মোঃ ইসমাইলের। তারা দুইভাই মিলে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ার ১৫০ টি পরিবারকে ত্রাণ বিতরণ করলেন।

বিজ্ঞাপন

আজ ৩ এপ্রিল শুক্রবার সকাল ১১ টার দিকে উত্তর পরুয়াপাড়া পাড়ার ৩টি সমাজে এই ত্রাণ সবার ঘরের দরজায় দরজায় পৌঁছে দিয়েছেন।

এ ব্যাপারে ত্রাণ দেওয়া দুবাই প্রবাসী ক্বারি আবু সাঈদ জানান,যেখানে আমরা লকডাউন হয়ে আজ তিন সপ্তাহের কাছাকাছি বেকারত্ব জীবন কাটাচ্ছি। সেখানে আমাদের গ্রামে দিনে এনে দিনে খাওয়া মানুষেরা কেমন আছেন। এমন কেউ কেউ আছেন যারা লজ্জায় কাউকে মুখ ফোটে বলতে পারছেন না।তাই আমরা সকল প্রবাসীরা যদি এভাবে এগিয়ে আসি তাহলে এটাই হবে বিপদে মানবতারর পরিচয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত