বুধবার, আগস্ট ১৩, ২০২৫

আনোয়ারায় সড়কের বেহাল দশা; দূর্ঘটনায় আহত ২

আপডেট:

জয়নাল আবেদীন, আনোয়ারা:
আনোয়ারায়া ১নং বৈরাগ ইউনিয়নে ফকির খীল পাইলট সড়কে একটি বিস্কিটের গাড়ি উল্টে ২জন আহত হয়েছে।

২৩ই সেপ্টেম্বর দুপুর ১টার দিকে আনেয়ারা ১নং বৈরাগ ইউনিয়ন চায়না রোডের পশ্চিম পাশে ফকির খীল পাইলট সড়কে একটি দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন গাড়ির ড্রাইভার এবং এস আর। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে শত শত গাড়ি।

বিজ্ঞাপন

স্হানীয়রা জানান চৌমুহনী থেকে গহিরা, কালিবাড়ি, বটতলী, এই সড়ক দিয়ে চলাচল হয়। হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন।

চায়না রোডের পাশে ফকিরখীল পাইলট সড়কের বেহাল অবস্থার জন্য দূর্ঘটনার সম্মুখীন হয় যানবাহন। সড়কের যদি মেরামতের কাজ না হয় তাহলে সামনে আরো দুর্ঘটনার সম্মুখীন হবে বলে জানান এলাকার স্হানীয়রা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত