শনিবার, আগস্ট ১৬, ২০২৫

অসহায় মিরাজের পাশে সামাজিক সংগঠন ‘সংযোগ’

আপডেট:

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক:
মানবতা যখন বিপন্ন, তখন আত্মমানবতার সেবক হিসেবে ‘সংযোগের’ভূমিকা দৃষ্টিনন্দিত ও ভালোবাসায় ভীত।সম্প্রতি দ্বীপ হাতিয়ায় এক অসহায় মানুষের মানবিক সহায় হয়ে বীরসেনানীর চরিত্রে অবতীর্ণ হয়েছে সামাজিক সংগঠন ‘সংযোগ’।দ্বীপ হাতিয়ার মিরাজ মিয়া নামের একজন হার্টের রোগীকে চারটি ছাগল উৎসর্গ করার মাধ্যমে স্বাবলম্বী রুপে তুলে ধরা হয়েছে।

জানা যায়, মিরাজ মিয়া প্রাথমিক অবস্থা থেকে খুবই দূর্বল ছিলেন। বাজারের মালি হিসেবে কর্মজীবনে আত্মনিয়োগ করেন। দুঃখ, দূর্দশায় গতানুগতিক জীবন চললেও হঠাৎ মিরাজ মিয়া জটিল রোগে আক্রান্ত হয়ে হার্টের রোগী হয়ে যায়। এই কালো অধ্যায়ের পরিসীমা শেষ হতে না হতে অন্য একটি বিদায়ী অধ্যায়ের সূচনা হয়। মিরাজ মিয়া জটিল রোগে আক্রান্ত হওয়ায় তার স্ত্রী অক্লান্ত পরিশ্রম করার মাধ্যমে বিভিন্ন লোকজনের বাসায় কর্ম করে সামান্য অর্থ উপার্জনের পথ বেছে নিয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার স্ত্রীও পৃথিবীর মায়া ছেড়ে ওপারে পাড়ি জমায়।স্ত্রীর বিদায়ে মিরাজ মিয়া আরো ব্যথিত হয়ে পড়ে । একদিকে হার্টের রোগী অন্যদিকে স্ত্রী হারানোর বেদনা।

বিজ্ঞাপন

মিরাজের যখন ঘনমেঘে বজ্রপাতের অবস্থা ঠিক সেই সময়ে টেকসই সামাজিক কল্যাণ সংগঠন sustainable social welfare Organization (sswo)এর মাধ্যমে হতদরিদ্র মিরাজ মিয়ার আর্থিক অসচ্ছল ও দুর্দিনের খবর জানতে পারে ‘সংযোগ সাবলম্বী’ প্রজেক্ট।

‘সংযোগ সাবলম্বী’ প্রজেক্টের মাধ্যমে অসহায় জনাব মিরাজ মিয়ার পাশে দাঁড়ায় সামাজিক সংগঠনটি। ৪ই মার্চ( বৃহস্পতিবার) হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার নিজাম উদ্দিন মিজান সাহেব সহ এলাকার মুরুব্বীদের উপস্থিতি তে অসহায় মিরাজ মিয়াকে ৪ টা ছাগল বুঝিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

‘সংযোগ সাবলম্বী’ প্রজেক্টের এমন উপহার পেয়ে মিরাজ মিয়া এবং তার পরিবার বেশ আনন্দিত। মিরাজ মিয়া সামাজিক সংগঠন ‘সংযোগ’ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, করোনাকাল থেকে সংগঠনটি অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত